আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৩১ জানুয়ারি: ২০২৫-২৬ এর সংসদের বাজেট পেশ নির্মাণ করা হবে। প্রতিবছরের মতন এ বছরেও এই বাজেটকে জুড়ে ফুলেফেঁপে উঠেছে প্রত্যাশার বেলুন। সীতারণের পেশ করা এই বাজেটকে লাগাতার নিম্নমুখী দেশের বিনিয়োগ বাজারও পাখির চোখ করেছে অর্থমন্ত্রী নির্মলা। তবে অন্য জায়গায়ও দালাল স্ট্রিটের সমস্যা বেঁধেছে।শনিবার এই বছরে বাজেট সংসদে পেশ করা হবে। নিয়ম অনুযায়ী বিনিয়োগের বাজার বেশ কয়েকদিন বন্ধ থাকবে। প্রশ্ন উঠছে, তবে কি বিশেষ সমস্ত দিন উপলক্ষে শনিবারও খুলতে চলেছে শেয়ার বাজারের তালা?
সোমবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত (৯.১৫টা থেকে ৩.৩০) পর্যন্ত দেশের শেয়ার বাজার খোলা থাকবে। আর দালাল স্ট্রিট শনি-রবি ছাড়াও সরকারি ছুটির দিনগুলি বন্ধ রাখা হয়। ‘স্পেশাল ট্রেডিং’বিশেষ কিছুদিনের জন্য চালু রাখা হয়।যেমন- দিওয়ালি, ধনতেরস। এবারেও সেই নিয়মের কোনো অন্যথা হবে না। বাজেটের মতো বিশেষ দিনকে কোনওভাবেই হারাতে নারাজ দালাল স্ট্রিট। সম্প্রতি এনএসই ও বিএসই-এর তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতোই আগামী শনিবার ট্রেডিং করতে পারবেন বিনিয়োগকারীরা। পুরদমে চালু থাকবেন দেশের শেয়ার বাজার।
উল্লেখ্য, গত বছর একটা সময় পর্যন্ত শেয়ার বাজারে বিরাট উত্থান দেখা গেলেও, শেষলগ্নে বিপুল রক্তক্ষরণ হয়েছে বাজারে। এর পিছনে মূল কারণ ছিল আন্তর্জাতিক রাজনীতির টালমাটাল পরিস্থিতি। তবে দেশেও অন্দরেও একাধিক ক্ষেত্র টেনে নামাচ্ছিল বাজারকে। আগ্রহ হারাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। যার জেরে বাজার থেকে টাকা তুলে নিচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার কোন পথে পা বাড়ায় সেদিকেই নজর থাকবে দেশের।