আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৯ ফেব্রুয়ারি: নবদ্বীপের মায়াপুরের পুলিশ ফাঁড়িতে ঘটে গেছে এক দুর্ঘটনা। একজন ইন্সপেক্টর কে ঝুলন্ত অবস্থায় পুলিশ বারাক থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় নদীয়ার নবদ্বীপ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ওই মেয়েটা পুলিশ অফিসারের নাম দেবাশীষ গড়াই। ওই পুলিশের মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
দেবাশীষ গড়াইয়ের বাড়ি ছিল বীরভূমের নানুর এলাকায়। তাঁর মায়াপুরের পুলিশ ফাঁড়িতে পোস্টিং ছিলেন। এবং ওই ফাঁড়ির পাশেই একটি বারাক ছিল পুলিশ কর্মীদের থাকার জন্য। দেবাশীষ গড়াই ওই বারাকের মধ্যে একটি ঘরে থাকতেন। আজ সকাল বেলায় অনেক ডাকাতির পরে তিনি দরজা খোলেননি। প্রথমের দিকে কাউর তেমন খটকা লাগেনি। কিন্তু পরে বেশ অনেকক্ষণ সময় চলে যাওয়ার পরেও দরজা না খোলায় অন্যান্য পুলিশদের সন্দেহ হয়। দরজায় আঘাত করে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি।
এরপর সেই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন অন্যান্য পুলিশ কর্মী। দেখা যায় ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো দেবাশিস গড়াইয়ের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এমন ঘটনা? তিনি কি মানসিক অবসাদে ভুগছিলেন? নাকি অন্য কোনও বিষয়? পরিবারের সদস্যদের সঙ্গে কি কোনও বিবাদ হয়েছিল তাঁর? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের পরিবারের কাছেও এই দুঃসংবাদ পাঠানো হয়েছে বলে খবর। মৃত পুলিশ আধিকারিকের মোবাইল ফোনও পরীক্ষা করে দেখা হচ্ছে।