আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ জানুয়ারি: এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে গয়না হাতিয়ে নিয়ে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে তিন তালাক বলে। তার স্ত্রী জানান ওই যুবক কর্মসূত্রে বৃটেনে থাকতেন। এবং সেখানে ভিডিও কলের মাধ্যমে তিন তালাক দেন। ওই মহিলা তার শ্বশুরবাড়ি এবং স্বামীর বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে।
মহিলার অভিযোগ অনুযায়ী, আজ থেকে দু বছর আগে আকিব ভাটিয়ালা নামে ব্যক্তি তার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ে করেন। প্রথম কয়েক মাসের বিয়ের পর বেশ ভালই চলছিল, তারপর ওয়াডালায় শ্বশুরবাড়ি যাওয়ার পরই সমস্যার শুরু। তিনি যখন ব্রিটেনে থাকতে শুরু করে তখন তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোক খারাপ ব্যবহার করতেন। মহিলার ওপর দিনের পর দিন পরের দাবি যে তারপর অত্যাচার চালানো হতো। এই পরিস্থিতিতে সম্প্রতি তাঁর সমস্ত গয়না জোর করে কেড়ে নিয়ে তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর ব্রিটেন থেকে তাঁকে ভিডিও কল করে তিন তালাক দেন আকিব। এর পর ব্রিটেনে মহিলা ব্রিটেন গেলেও তাঁকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, মুসলিম রীতি অনুযায়ী তিন তালাকের মাধ্যমে স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন। তবে এই রীতির বেলাগাম অপব্যবহারের জেরে মামলা দায়ের হয়েছিল আদালতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় এই রীতি সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ২০১৯ সালে সংসদে পাশ হয় এই সংক্রান্ত আইন মুসলিম মহিলা (বিবাহ অধিকার সংরক্ষণ)। যার মাধ্যমে এই রীতিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধীকে ৩ বছর সাজার বিধান দেওয়া রয়েছে।