আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৩ জানুয়ারি: কয়েকদিন আগেই সইফ আলি খানের উপর একটি ভয়ানক হামলা হয়েছিল। এই ঘটনা নিয়ে রাজনীতির আকচাআকচি আগেই শুরু হয়েছিল। তবে এবার বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী তার এক মন্তব্যের মাত্রা ছাড়ালেন। নীতেশ রানার প্রশ্ন, আদৌ সইফকে ছুরি মারা হয়েছিল? নাকি অভিনয় করছেন ‘দক্ষ’ অভিনেতা?
নীতেশ রানে বলছেন, “হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি সইফ আলি খানকে দেখার পর আমার সন্দেহ হচ্ছে। আদৌ ওকে ছুরি মারা হয়েছে তো? নাকি শুধুই অভিনয় করছে?” সাইফ আলি খান প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। লীলাবতী হাসপাতাল থেকে মঙ্গলবার দিন তাকে ছেড়ে দেওয়া হয়। ফেরার সময় সইফকে দেখা গিয়েছে বহাল তবিয়তে পায়ে হেঁটে গাড়ি পর্যন্ত আসতে। সইফের ওই সাবলীল হাঁটা দেখেই মহারাষ্ট্রের মন্ত্রীর মনে হয়েছে, হয়তো অভিনেতার উপর কোনওরকম হামলাই হয়নি।
এরই মধ্যে সইফের উপর হামলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নীতেশ রানে বলছেন, বিরোধীরা চিন্তিত কারণ একজন ‘খান’ আক্রান্ত হয়েছেন, কোনও হিন্দু নন। নীতেশ রানের বক্তব্য, “সুপ্রিয়া সুলে সইফ আলি খানকে নিয়ে উদ্বিগ্ন। শাহরুখ খানের ছেলেকে নিয়ে উদ্বিগ্ন, নবাব মালিককে নিয়ে উদ্বিগ্ন। কখনও দেখেছেন এদের কোনও হিন্দু শিল্পীকে নিয়ে চিন্তা করতে?”