আজ এখন নিউজ ডেস্ক, 24 ফেব্রুয়ারি: হাওড়া স্টেশনে উদ্ধার হল প্রায় ২.৬১ কোটি টাকার বিদেশি মুদ্রা। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে কলকাতার পার্ক স্ট্রিটে মুদ্রা পাচারের ছক ছিল। কিন্তু তার আগেই পাচারকারী ধরা পড়ে আরপিএফ-এর (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) হাতে। সূত্রের খবর, রবিবার দুপুরে ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দি এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় ক্রাইম ইন্টেলিজেন্স উইংসের নজরে আসে এক সন্দেহজনক যুবক। তীব্র গরমে মোটা জ্যাকেট পরে থাকায় তার উপর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিদেশি মুদ্রা ভর্তি একটি আবর্জনার ব্যাগ।
ব্যাগ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৮৯ হাজার মার্কিন ডলার, ৫২ হাজার ৫০০ সৌদি রিয়াদ এবং ৬০০ সিঙ্গাপুর ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৬০ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। ধৃতের নাম হেমন্তকুমার পাণ্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গোরক্ষপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের কাছ থেকে এই মুদ্রা নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হেমন্তের। তবে হাওড়া স্টেশনে নামার আগেই তার এই পরিকল্পনা ব্যর্থ হয়।
ক্রাইম ইন্টেলিজেন্স উইংসের একটি বিশেষ দল উত্তরপ্রদেশ থেকে কলকাতাগামী ট্রেনগুলিতে নজরদারি চালাচ্ছিল। গোপন সূত্রে খবর ছিল, অবৈধ বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা চলছে। সেই সূত্র ধরেই ধরা পড়ে হেমন্ত। উদ্ধার হওয়া মুদ্রা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধান করার চেষ্টা চলছে। এই ঘটনায় রেল নিরাপত্তা বাহিনী এবং শুল্ক দপ্তর যৌথভাবে তদন্ত চালাচ্ছে।