ট্যাঙ্কের ভিতরে মিললো সাংবাদিকের দেহ! রহস্য ঘনাচ্ছে এই মৃত্যু ঘিরে

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ জানুয়ারি: এদিন সকালে ঝাড়খন্ডে ঘটে গেল এক রহস্যজনক মৃত ঘটনা। এক ২৮ বছরের সাংবাদিকের দেহ পাওয়া গেছে সেপ্টিক ট্যাঙ্কে। ফলে এই ঘটনাকে ঘিরে সারা ঝাড়খণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শোনা যাচ্ছে,যেই জমিতে ওই সেপ্টিক ট্যাঙ্ক ছিল, সেখানে ওই জমির মালিকের কুকীর্তি পাস করেছিল ওই সাংবাদিক। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন, এই শত্রুতাতেই তাঁকে খুন হতে হল? শুক্রবার বিজাপুরে তাঁর দেহ নজরে আসার পর থেকেই ঘনাচ্ছে রহস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মুকেশ চন্দ্রকর। এবং তাকে বছরের প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছিল না। তার এলাকাবাসী জানায় তিনি একটি সংবাদ নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি সুরেশ চন্দ্রকর নামে কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১২০ কোটি টাকার অভিযোগ করা হয়েছে। আর মুকেশ এই বিষয় নিয়ে তদন্ত করেছিলেন। এবং অনেকক্ষণ ধরে তার ফোন বন্ধ থাকার পর তার দাদা পুলিশ স্টেশনে নিখোঁজ ,হওয়ার ডায়রি করেন।

ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত সুরেশ ও রীতেশকে। একজন হায়দরাবাদ ও অন্যজন দিল্লি থেকে ধরা পড়েন। দেহটি ট্যাঙ্কে ফেলায় অভিযুক্ত যে ব্যক্তি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন বলে জানা গিয়েছে। এছাড়াও বহু সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে আর কারা কারা জড়িত, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।