দেশের পদ্মসম্মানপ্রাপ্তদের তালিকায় ১১ জন বাঙালি, দেখুন তালিকা

আজ এখন নিউজ ডেস্ক, 25 জানুয়ারি: দেশজুড়ে সাফল্যের গল্প তৈরি করা ১৩৯ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে এ বছর পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ১১ জন বাঙালি বা বাংলা ভাষাভাষী। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তালিকা প্রকাশ করেছে। সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, ক্রীড়া, শিল্প ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বঙ্গসন্তানদের স্বীকৃতি দিয়েছে ভারত সরকার।

গায়ক অরিজিৎ সিংহ, যিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে এসে বলিউডের সঙ্গীতজগতে রাজত্ব করছেন, এবার পদ্মশ্রী পাচ্ছেন। বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও অরিজিৎ নিজের শিকড়কে কখনও ভোলেননি।

সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, যাঁর বাদনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত এক নতুন উচ্চতা পেয়েছে, তিনিও এ বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন।

নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর, যিনি নিজের কাজের প্রতি নিষ্ঠা ও শিল্পপ্রেমের জন্য পরিচিত, পদ্মশ্রী পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিনম্রভাবে।

সমাজের কল্যাণে অবদান রাখা শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায় এবং ভারতের অন্যতম প্রথম নারী ব্যাঙ্ক চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য তাঁদের অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন।

শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজাঙ্করও এই তালিকায় জায়গা পেয়েছেন। শিল্পক্ষেত্রে তাঁদের নেতৃত্ব আন্তর্জাতিক স্তরে স্বীকৃত।

ঢাকি গোকুলচন্দ্র দে, যিনি নিজের সুরেলা ঢাকের আওয়াজে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন, তিনিও পদ্মশ্রীর মর্যাদা পাচ্ছেন।

মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের কর্মী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) এবং সমাজকর্মী বিনায়ক লোহানি তাঁদের নিরলস পরিশ্রমের জন্য পদ্মশ্রী পাচ্ছেন।

অর্থনীতিবিদ বিবেক দেবরায়, যিনি বহু ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মরণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন। এই ১১ জনের সাফল্য শুধু বাংলার নয়, সারা দেশের গর্ব। পদ্ম সম্মান তাঁদের কৃতিত্বের প্রতি যোগ্য স্বীকৃতি।