আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩রা ডিসেম্বর: আমরা সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক কতটা উত্তাল। ওইখানকার ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকেই এমন অবস্থা। সংখ্যালঘুদের ওপর ক্রমশ অত্যাচার বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সন্ন্যাসীদের প্রাণ বাঁচাতে পরামর্শ দিলেন কলকাতার ইসকন। রাধারমণ দাস (সংস্থার ভাইস প্রেসিডেন্ট) মতে, এই যে গেরুয়া বসন পরা আর কপালে তিলক কাটা এই বিষয়গুলিকে এড়িয়ে যেতে হবে। কারণ এখন নিজেকে রক্ষা করা সব থেকে জরুরী।
ইসকনের কর্তা বলেন সন্ন্যাসী হিসেবে বাংলাদেশীদের যেন আলাদা করে কেউ চিনতে না পারে, এমনটাই পদক্ষেপ নিতে হবে। তার সঙ্গে বাংলাদেশীদের ধর্মীয় পরিচয়ও আড়াল করতে হবে। আর কলকাতা সংবাদসংস্থাকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট বলেন,”এই সংকটের সময়ে সকলকে মনে করিয়ে দিতে চাই, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তাই খুব সাবধানে থেকে সংঘাত এড়ানোর চেষ্টা করা উচিত। আমি বলব, এখন গেরুয়া বসন পরবেন না। কপালে তিলক লাগাবেন না। যদি একান্তই গেরুয়া পরতে চান, তাহলে এমনভাবে পরুন যাতে অন্য পোশাকের আড়ালে ঢাকা থাকে। সম্ভব হলে মাথাও ঢেকে রাখুন।”
এহেন পরিস্থিতিতে ইসকনের ভাইস প্রেসিডেন্ট বলছেন, চিন্ময়ের জামিনের জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল সোমবার। মামলার বিষয়টি নিয়ে চিন্ময়ের সচিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে নিখোঁজ চিন্ময়ের সেই সচিবও।