আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৮ জানুয়ারি: ফের ঘটে গেল এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু। এদিন সকালে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই সাংবাদিককে। এবং উত্তরপ্রদেশের উন্নাও জেলায় এই ঘটনাটি ঘটে। ওই সাংবাদিকের নাম ছিল সুভম শুক্লা। তার বয়স মাত্র ২৪ বছর। পুলিশ শুভমের মৃত্যুকে আত্মহত্যা বললেও, তবে পরিবার মানতে নারাজ। তাদের ছেলেকে খুন করা হয়েছে, এমনটাই দাবি পরিবারের। এবং এই খুনে যোগ রয়েছে এলাকার বিজেপি কাউন্সিলরের।
শুভমের কয়েক মাস আগে এক বিজেপি নেতার সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছিল। সেই কারণেই তাকে মেরে ফেলা হয়েছে। এমনটাই তাদের পরিবারের অনুমান। ওই মৃত ব্যক্তির একটি ইউটিউব চ্যানেলও ছিল। পুলিশ তার দেহ একটি ই-রিকশা চার্জিং পয়েন্ট হিসাবে ব্যবহৃত একটি ঘরে ওই সাংবাদিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সেই দেহ সত্তর ময়না তদন্তে পাঠান।
তার দেহ উদ্ধারের পরে সারা এলাকায় উত্তেজনায় ভরে যায়। তার সঙ্গে তার পরিবারও ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং বিজেপির কাউন্সিলের সহযোগীর বিরুদ্ধে শুভমের পরিবার খুনের অভিযোগ তুলেছেন। ফরেনসিক দল নিয়ে পুলিশ দেহ উদ্ধারে গেলে পরিবারের সঙ্গে তাদের বচসাও হয়। ঘটনাস্থলে কারসাজি করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে বলেও পরিবারের দাবি।
জানা গিয়েছে, একটি মামলা নিয়ে শুভমের সঙ্গে ওই বিজেপি কাউন্সিলরের ঝামেলা চলছিল। একটি জন্মদিনের অনুষ্ঠানে বচসার পর শুভমকে হুমকি দেওয়া হচ্ছিল। শুভম ও তাঁর ভাইকে মারধরও করা হয়। শুভমের ভাইকে আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্তের অভিমুখ বদলাতে পারে বলে জানিয়েছেন উন্নাওয়ের এক পুলিশকর্তা।