আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৩ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসকে সবাই প্রেমের দিবস বলে থাকে। তবে এই প্রেমদিবসের দিন ওই যুবকের বাঁধলো ঝামেলা প্রেমিকার সঙ্গে। তারপর কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার করা হয় ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবি ঝুলন্ত দেহ। অনেকের অনুমান, তার প্রেমিকার সাথে ঝামেলার কারণে এমন ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, হবু ডাক্তারি পড়ুয়া মৃত যুবকের নাম কৃষাণ কুমার। তিনি বিহারে থাকতেন। আর এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস করছিলেন। পড়াশোনা সূত্রে তিনি হোস্টেলে থাকতেন। তার আর কিছুদিন পরই কোর্স শেষ হয়ে বাড়ি যাওয়ার কথা ছিল।
তবে কৃষাণ বুধবার রাতে রাতের খাওয়ার জন্য হোস্টেলে আসেননি। তার বন্ধুরা হস্টেলের ৩০৪ নম্বর রুমে ডাকতে যান। কিন্তু ভিতর থেকে গেট বন্ধ ছিল। অনেক বার করে কৃষাণকে ডাকা হয়েছে তারপর বন্ধুদের ডাকে সাড়া না দেওয়ায় দরজা না খোলায় গেট ভেঙে ভেতরে ঢোকেন। প্রথম তার বন্ধুরা ঘরে ঢুকে দেখে সিলিং থেকে ঝুলছেন যুবক। তারপর পুলিশের খবর দেওয়া হয়। এবং ও কৃষানের দেহকে হাসপাতালে পাঠায় পুলিশ। হবু ডাক্তারের বাড়িতে খবর দেওয়া হয় রাতেই। বৃহস্পতিবার কোচবিহার এসেছেন পরিবারের সদস্যরা। তাঁদের সম্মতি নেওয়ার পর দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
কী কারণে পড়ুয়া আত্মহত্যা করলেন? পুলিশের প্রাথমিক অনুমান, ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ভ্যালেনটাইন্স ডে নিয়ে প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছিল। সেই থেকেই আত্মঘাতী হয়েছেন কৃষাণ। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।