শুক্রবার আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের

আজ এখন নিউজ ডেস্ক, 25 ফেব্রুয়ারি: বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। ঐদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। এর আগেই আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ গত বছর দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। এই সংগঠনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় মুখ। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেও তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন, নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের জন্য এ পদ ছাড়বেন।

নতুন দলে নাহিদ ইসলাম আহ্বায়ক পদে নেতৃত্ব দেবেন, যা নিয়ে সংগঠন ও জাতীয় নাগরিক কমিটিতে কোনো বিরোধ ছিল না। তবে সদস্যসচিব পদ নিয়ে কিছু মতবিরোধ থাকলেও আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। আখতার বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলটির সাংগঠনিক কাঠামোতে মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহর নাম আলোচিত হচ্ছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের (ছাত্রশিবিরের প্রাক্তন নেতা) এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম নিয়ে আলোচনা চলছে।

নতুন দলের শীর্ষ পদগুলোর দায়িত্ব মূলত ‘জুলাই গণ-অভ্যুত্থানে’র সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের হাতে তুলে দেওয়া হবে। জাতীয় নির্বাচন নিয়ে ক্রমবর্ধমান চাপে থাকা অন্তর্বর্তী সরকার ও পুরোনো রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই রাজনৈতিক দল আগামী দিনগুলোতে বড় প্রভাব রাখতে পারে বলে মনে করছেন একাংশ।