আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ জানুয়ারি: মালদায় ঘটে গেল আবারও এক মর্মান্তিক ঘটনা। তৃণমূল নেতাকে খুনের আবহেই এবার আক্রান্ত বৃদ্ধ দম্পতি। বাড়িতে ঘুমিয়ে থাকা দুই বৃদ্ধ ব্যক্তির ওপর দুষ্কৃতীরা চড়াও হয়। মালদহের হরিশচন্দ্রপুরে গতকাল রাতে তাদের বাড়িতে বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়। ওই বৃদ্ধের স্ত্রী গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ এইসব কুকীর্তির পেছনে ওই দম্পতির ছোট জামাইয়ের হাত রয়েছে। তবে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই মৃত বৃদ্ধের নাম জসিমউদ্দিন শেখ। তার বয়স ৭৮। ওই বৃদ্ধ দম্পতি বাস করতেনমালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর গ্রামে থাকতেন। তিনি গতকাল এগারোটা নাগাদ তার স্ত্রীয়ের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে কয়েকজন এসে ঘুমের মধ্যে জসিমউদ্দিনকে কোপ মারে। এবং মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এবং তার স্ত্রী ওই হামলায় গুরুতরভাবে জখম হন। তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
পাশের বাড়িতে বৃদ্ধ দম্পতির ছেলে ও বউমারা থাকেন। এত বড় ঘটনা ঘটে গেলেও তাঁরা টের পাননি বলেই দাবি। স্থানীয়দের সন্দেহের তির দম্পতির ছোট জামাইয়ের দিকে। জানা গিয়েছে, অনুমান, মাস ছয়েক আগে বৃদ্ধর ছোট মেয়ে প্রেম করে বিয়ে করেছিলেন। তারপর পারিবারিক অশান্তির জেরে ফের মেয়ে বাড়িতে ফিরে আসে। সেই বদলা নিতেই ছোট জামাই এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ প্রতিবেশীদের। দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।