আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের খড়িবাড়ি এলাকার নদীর ধার থেকে পাওয়া গেল এক বৃদ্ধের মূল্যহীন দেহ। এর আগেও দত্তপুকুরে এই একই ঘটনা ঘটেছে। আজ সাত সকালে ডুমুরিয়া নদী থেকে ওই দেহ পাওয়া গেছে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর পুলিশ ওই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কে এই বৃদ্ধ ? কোথায় তাঁর মাথা? নারকীয় ঘটনার নেপথ্যে কে বা কারা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আজ সকাল বেলায় ওই এলাকার বাসিন্দারা যখন শিলিগুড়ির খড়িবাড়ির ডুমুরিয়া নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। এই মুহূর্তে তারা নদীর পাশে পড়ে থাকা ওই মূল্যহীন দেহকে দেখে অবাক হয়ে যায়। পাশে একটি রক্ত মাখানো ধারালো অস্ত্র পড়ে আছে। মুহূর্তের মধ্যে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ওই বৃদ্ধের মুন্ডুর খোঁজে এলাকার চারিপাশ তল্লাশি করা শুরু হয়ে গেছে।
কিন্তু মৃত বৃদ্ধের পরিচয় কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃত ষাটোর্ধ্ব। সম্ভবত অন্যত্র খুন ও মুণ্ডচ্ছেদের পর প্রমাণ লোপাটে দেহ এনে ফেলা হয়েছে নদীর পাড়ে। কিন্তু কেন খুন? এর নেপথ্যে কে বা কারা? তা এখনও সম্পূর্ণ ধোঁয়াশা। তবে শীঘ্রই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।