আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৫ জানুয়ারি: দিল্লিতে এখন ভোটের আগে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যমুনা আস্তে আস্তে নর্দমায় পরিণত হয়েছে। আম আদমি পার্টি সরকার হিন্দু ধর্মের এই নদীর এমন খারাপ অবস্থার জন্য বিজেপি সরকারকে দায়ী করছে। নয়া দিল্লির বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মা যমুনার এমন অবস্থা দেখে এবার রাজনীতিতে নয়া মাত্রা যোগ করলেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধানের কাটআউট ‘পচা’ যমুনায় স্নান করালেন তিনি।
শনিবার সকালে নির্বাচনী প্রচারে নতুনত্ব দেখাতে এক নৌকা নিয়ে যমুনা নদীতে হাজির হন বিজেপি প্রার্থী। এবং কেজরিওয়াল এক বিরাট কাটআউট সঙ্গে নিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই কাট আউটের যেখানে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন। এবং তার উপর একটি বার্তা ছিল। যেখানে লেখা, ‘আমি ব্যর্থ হয়েছি। আমাকে ভোট দেবেন না। ২০২৫ সালের মধ্যে আমি পবিত্র যমুনাকে পরিস্কার করতে পারিনি।’ মাঝযমুনায় বিজেপি প্রার্থী প্রবেশ সেই কাটআউট বারবার যমুনায় ডোবান। এহেন কান্ড দেখে ভিড় জমে নদীর পাড়ে।
উল্লেখ্য, যমুনায় ভয়াবহ দূষণ রাজধানীর প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। বিধানসভা ভোটের প্রাক্কালে আপের বিরুদ্ধে আক্রমণ শানাতে বিজেপির প্রধান অস্ত্র হয়ে উঠেছে এই যমুনা। কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৫ সালের মধ্যে যমুনাকে দূষণমুক্ত করবেন তিনি। তবে বাস্তবে তাঁর ছিটেফোঁটাও হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অতীত প্রতিশ্রুতি স্মরণ করিয়েই এবার তাঁকে যমুনাস্নান করাল বিজেপি।