হাতির তাণ্ডবে স্তব্ধ ফালাকাটার জনজীবন, বন্ধ স্কুল

আজ এখন নিউজ ডেস্ক, 19 জানুয়ারি: ফালাকাটায় আবারও দলছুট হাতিদের তাণ্ডবে আতঙ্ক ছড়াল। শনিবার ভোররাতে শহরের একাধিক এলাকায় ঢুকে পড়া তিনটি হাতি জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। নিরাপত্তার স্বার্থে ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক জানান, ‘‘৯ ডিসেম্বর শহরে হাতির হানার পর পরিস্থিতি অস্থির হয়ে উঠেছিল। আর কোনও ঝুঁকি নিতে চাই না, তাই এই পদক্ষেপ।”

শহরের ১ নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লি থেকে শুরু করে ৩ নম্বর ওয়ার্ডের খলিসামারি পর্যন্ত তিন দাঁতাল মিলে বেশ কয়েকটি জায়গায় তাণ্ডব চালায়। আলুর খেত নষ্ট করার পাশাপাশি একটি হাতি রেললাইন পার করে ক্ষীরেরকোটে গিয়ে একটি পিকআপ ভ্যান ভেঙে দেয় এবং গবাদিপশুদের ওপর আক্রমণ করে। অন্যদিকে, হরিনাথপুরে আটকে পড়ে একটি হাতি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভিন কাসোয়ান এই প্রসঙ্গে জানান, দলছুট হাতিরা সাধারণত নিরাপত্তার অভাব অনুভব করলে আক্রমণাত্মক হয়ে ওঠে। একটি হাতিকে বেলা ১১টার মধ্যে জঙ্গলে ফেরানো গেলেও অন্য দু’টির হানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। 

অপরদিকে, শনিবার সকালে মাথাভাঙার ফুলবাড়ি এলাকায় তিনটি হাতি দেখা যায়। প্রায় তিন ঘণ্টা ধরে তারা একাধিক আলুর খেত তছনছ করে এবং রাস্তায় থাকা একটি টোটো উল্টে দেয়। কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানান, “সকালের কুয়াশায় পথ হারিয়ে জলদাপাড়া থেকে লোকালয়ে চলে এসেছিল হাতিগুলো।” হাতি দেখতে আসা উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও বনকর্মীদের। বন দপ্তরের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, দলছুট হাতিদের আক্রমণ থেকে বাঁচতে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।