একই সাপের কামড়ে 4 বার আক্রান্ত যুবক! আতঙ্কে পরিবার

আজ এখন নিউজ ডেস্ক, 10 ডিসেম্বর: সম্প্রতি এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের হারদোই জেলার সাওয়াজপুর কোতোয়ালি এলাকার দেবপুর গ্রামে। এই অদ্ভুত খবরটি জানলে অবাক হবেন আপনিও। এক যুবকের পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, একই সাপ তাদের ছেলেকে মোট চারবার কামড়েছে। কিন্তু সময়মতো চিকিৎসার ফলে তার জীবন রক্ষা পায়। সাপের ভয়ে আত্মীয়ের বাড়িতেও চলে গেছেন ওই যুবক। কিন্তু সে ফিরে আসতেই সাপ তাকে আবার দংশন করে।

সাপের আতঙ্কে যুবক ও তার পরিবার মারাত্মক ভয়ভীত হয়ে রয়েছেন। ওই যুবক ও তার পরিবারের তরফে জানানো হয়েছে, ওই যুবক মাঠে একটি সাপ দেখেছিলেন। পরে লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলার চেষ্টা করলেও সাপটি প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর থেকে প্রতিশোধ নিতে চারবার ওই যুবককে কামড়েছে সাপটি। হাসপাতালের চিকিৎসকরাও একথা নিশ্চিত করেছেন যে, এক বছরে একই সাপ চারবার কামড়েছে ওই যুবককে। এই ঘটনার পর থেকে পুরো পরিবার আতঙ্কিত।