আজ এখন নিউজ ডেস্ক, 3 ডিসেম্বর: পায়েল চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় জয়দীপ চক্রবর্তী ও সাবিত্রী প্রোডাকশন প্রযোজিত ইংরাজি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য ফিনিক্স’-এর ‘ট্রেলার মুক্তি’ অনুষ্ঠান সমাপ্তি হল কলকাতা প্রেস ক্লাবে। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়েল চৌধুরী, জয়দীপ চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার সহ আরও অন্যান্য তারকা। জয়দীপ চক্রবর্তীর লেখা এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার ও ত্রিপর্ণা বর্ধন। অন্যান্য চরিত্রে রয়েছেন রোশনি, পায়েল, ইন্দ্রজিৎ, সরোজ, সৌমিত ও সুকন্যা। এই ছবির প্রযোজক ও অভিনেতা জয়দীপ চক্রবর্তী বর্তমানে আবুধাবির বাসিন্দা। জানা গিয়েছে, দুবাইতেও এই ছবি মুক্তির ভাবনা রয়েছে তাঁর। এছাড়াও, কলকাতার কোনও প্রেক্ষাগৃহেও ছবির প্রিমিয়ার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জয়দীপ চক্রবর্তী।
প্রকাশ্যে এল ‘দ্য ফিনিক্স’-এর ট্রেলার! একাধিক চমকে জমজমাটি শো
