রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করার প্রতিবাদে মারমুখী গোটা ক্যাম্পাস!

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৪ ডিসেম্বর: সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা এদিন রায়গঞ্জের বিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেছে। এই অশান্তির ফলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। এবং সকালে পুলিশ উপাচার্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। পরবর্তীতে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

সম্প্রতি জানা গেছে, উপাচার্য রায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অন্য একাধিক অভিযোগ ওঠে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক তপন নাগের বিরুদ্ধে। এর পরেই তাকে সাসপেন্ড করা হয়। এবং তিনি ছিলেন সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যও। কয়েকটি ক্যাম্পাস তার সাস্পেনশন তোলার দাবিতে কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। কয়েকদিন পর সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানা যায়। সোমবার জানা গেছে, সাসপেনশন তুলে নেওয়া হলেও আপাতত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না তপনবাবু। তাতেই ক্ষোভে ফেটে পড়ে টিএমসিপি, সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতি। উপাচার্য, রেজিস্ট্রার, দুই বিভাগের ডিনকে ঘেরাও করে তারা। রাতভর চলে অশান্তি।

এই অশান্তির জেরে অসুস্থ হয়ে পড়েন ভিসি দীপককুমার রায়। পুলিশ সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে গাড়িতে উঠতে দেওয়া হয়নি উপাচার্যকে। কোনওক্রমে পুলিশের কাঁধে ভর দিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়েন তিন। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। এদিকে এখনও চলছে অশান্তি। উল্লেখ্য, রসায়নের এক অধ্যাপককেও সাসপেন্ড করা হয়েছে। তবে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সবপক্ষই।