রেললাইনে কোন গান না থাকায় ঘটলো বিপত্তি! ট্রেনের ধাক্কা ছন্নছাড়া দেহ

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১১ ডিসেম্বর: শান্তিপুরে রেল লাইনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একজন মোটরবাইক চালক রেললাইন থেকে পার হওয়ার সময়, আপ আপের লাইন থেকে কৃষ্ণনগর লোকাল লোক ছিল এবং সেই মুহূর্তেই ওই মোটর বাইক চালকের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দপুর কালিবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রেল পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শঙ্কর রায়। তাঁর বয়স প্রায় ৪৫ বছরের কাছাকাছি।মঙ্গলবার সকাল নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিনের মতন সেদিনও শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় আপ লাইনে কৃষ্ণনগর লোকাল ছেড়েছিল। গোবিন্দ পুর কালীবাড়ি পেরিয়ে একটি ছোট্ট ফাঁকা জায়গা পরে। সেখান থেকেই প্রতিনিয়ত বাইক, গাড়ি,স্কুটি সাইকেল সহ মানুষজন যাতায়াত করে। ওই চালক সেই সময় রেললাইন পার হচ্ছিলেন। এবং ট্রেনটি হঠাৎ করে চলে আসবে তিনি সেটা আন্দাজ করতে পারেননি। তারপর বাইকটি ট্রেনের তলায় আটকে যায়, ট্রেনের ধাক্কায় ঐ ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেই অবস্থাতেই ট্রেন কিছুটা দূর এগিয়ে গিয়ে থামে। ট্রেনের নীচে বাইক ও মৃতদেহের খণ্ডাংশও আটকে থাকে। রেল লাইনের ধারেই শরীরের অন্যান্য দেহাংশ ছড়িয়েছিটিয়ে যায়।

জানা গিয়েছে, শঙ্কর রায় নামে ওই ব্যক্তি স্থানীয় গোবিন্দপুর বিবেকানন্দ নগরের বাসিন্দা। ব্যবসা সূত্রে আজ সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন তিনি। স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ডওয়াল নেই। এর আগেও দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষ ওই জায়গাগুলিকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দিক। এই দাবি ফের উঠল। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।