আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৬ ডিসেম্বর: এবছর প্রথম উষ্ণতম বড়দিনের সাক্ষী থাকলো সবাই। তবে কি বর্ষশেষ একইরকম কাটবে? বাংলার মানুষের প্রশ্নে আলিপুর আবহাওয়া দপ্তর জানান, প্রত্যেক বছরের মতন এ বছরে সেই জাঁকিয়ে পড়া শিক্ষা নেই। এভাবে বছরের শেষে এসে হাওয়া বদল এর ইঙ্গিত পাওয়া যাবে তেমনটা কেউ আশা করেনি।তবে বর্ষশেষের আগে হাওয়া বদলের ইঙ্গিত। রবিবারের পর নামবে পারদ। তবে দার্জিলিঙে তুষারপাতের বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বছর শেষ হওয়ার আগে আবহাওয়া কিছুটা পাল্টাবে। তাপমাত্রা আপাতত দুদিন স্বাভাবিকের থেকে একটু উপরেই থাকবে। উষ্ণতার মান ওই কেন্দ্রে সাধারণত বাড়তে পারে। তাপমাত্রা যতই কমুক না কেন, সেইভাবে জাকির শীতটা এবার আর নেই। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। রাতের দিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে কলকাতায়। কবে শীতের সন্ধ্যে সেই আমেজটা থাকলেও হাড় কাঁপানো ঠান্ডা কার্যত কলকাতায় উধাও। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষশেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।
এদিকে গভীর নিম্নচাপ এখনও সুস্পষ্ট নিম্নচাপ রূপেই অবস্থান করছে। খুব ধীরে এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। গতকালে তা রাজ্যে ঢুকেছে। আগামিকাল, শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।