আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩ জানুয়ারি: বছরের শুরুতে বর্ধমানে ঘটে গেল এক ভয়ানক চুরির ঘটনা। শুধুমাত্র চুরি নয় ওই দুষ্কৃতীরা রীতিমতো বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। গতকাল গভীর রাতে বর্ধমান শহরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পরের দিন দুপুরবেলায় বাড়ির মালিক এসে দেখে মেইন গেটের তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখে, দুষ্কৃতীরা তাদের আলমারি ভেঙে সর্বস্ব লুটে গেছে। এবং সারা ঘর বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
বাড়ির লোকেদের দাবি, তাদের আলমারিতে প্রায় ১০ ভোরের ওপর সোনা ও ৫০ হাজার টাকা ছিল, যা চুরি গেছে। দুষ্কৃতীরা তার স্ত্রীয়ের স্কুটি নিয়ে গিয়েছে। পুলিশ সত্তর এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে অভিযোগ দায়ের করাতে বাড়ির মালিক যখন পুলিশ স্টেশনে যান, তখন তিনি দেখেন থানাতেই দাঁড় করানো রয়েছে তাঁর স্কুটিটি। পুলিশ জানিয়েছে, রাতে গাড়িটি আটক করা হয়েছে।
বাড়ির মালিক ও তাঁর পরিজনদের অনুমান, পরিচিত কেউ করেছে বা করিয়েছে। রাতে বাড়িতে কেউ নেই, এই খবর পরিচিতই কেউ দিয়েছে নিশ্চয়ই। মৃত্যুঞ্জয়বাবুর শ্যালক রাজু দাস বলেন, “থানায় আমরা অভিযোগ জানাতে এসে দেখি জামাইবাবুদের স্কুটিটি রাখা রয়েছে। আমরা পুলিশকে জানাই বিষয়টা। পুলিশ আমাদের জানায় রাতে টহলদারি পুলিশ সেটি আটক করেছে। পুলিশ আশ্বাস দিয়েছে পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।”