আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,২৩ জানুয়ারি: ২৩ শে জানুয়ারি গভীর রাতে উদ্ধার করা হয়েছে ৩১কেজি গাঁজা। এবং ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের। জানা গেছে, একটি গাড়িতে করে রাতের অন্ধকারে বিপুল পরিমাণের গাঁজা লুকিয়ে পাচার করা হচ্ছিল। বুধবার দিন গভীর রাতেও আউসগ্রামে ৮১ কেজি গাঁজা পাচারের সময় ধরা হয়েছিল। পুলিশর অনুমান, জেলার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে গাঁজা পাচারের চেষ্টা চলছে। একটি চক্র কাজ করছে এর পিছনে।
গোপন সূত্র অনুযায়ী,গতকাল রাতে মেমারি থানার পুলিশের কাছে গাজা পাচার করার খবর আসে। এবং রাইবাড়ির এলাকায় মোড়ে নাকাতল্লাশি শুরু হয়। পুলিশ একটি চার চাকার গাড়ি সন্দেহ করে। এবং দ্রুত ওই গাড়িটি আটক করা হয়। এবং ওই গাড়ির ভেতর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশের জেরায় তাঁদের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
বুধবার গভীর রাতে পূর্ব বর্ধমানেই আউশগ্রাম এলাকা দিয়ে একইভাবে গাঁজা পাচার হচ্ছিল। ১১ মাইল জঙ্গল এলাকায় দুটি গাড়িতে করে ৮১ কেজি গাঁজা পাচার হচ্ছিল। ঘটনায় ছয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসেই বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হয়। বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। কোটি টাকার বেশি গাঁজা এখন অবধি উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশের অনুমান, শীতের রাতে বাইরের একাধিক জায়গা থেকে জেলার মধ্যে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা চলছে। একটা বড় চক্র কাজ করছে এক্ষেত্রে। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারই সন্ধান করছেন তদন্তকারীরা।