এবার এন্টালিতে হেলে পড়ল বহুতল বাড়ি! ইতিমধ্যে আবাসনটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৫ জানুয়ারি: গত এক মাস ধরে সহ শহরের বহুতল বাড়িগুলি ভেঙে পড়ার ঘটনা ঘটে চলেছে। এবার এন্টালিও বাদ গেল না এই ঘটনা থেকে। শনিবার দিন শহরের বহুতল ভেঙে পড়ায় শোরগোল পড়ে যায়। শুধু এন্টালি নয়, এক্সাইডেও একটি পুরানো বহুতল হেলে রয়েছে বলে খবর। চাঙড়ও ভেঙে পড়ছে বলে অভিযোগ।

খবর অনুযায়ী, আজ সকালে কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের এন্টালির ছাতুবাবু লেনের একটি কবুতর বাড়ির ওপর পাশের বাড়িতে হেলে পড়ে। ওইখানকার স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মের বিরুদ্ধে গিয়ে জলাজমি বুজিয়ে প্রথমে ৩-৪ তলার বাড়ি তৈরি করা হয়। কয়েক মাস আগেই বাড়ির উপর আরও কয়েকটি তলা বাড়িয়ে দেওয়া হয়। হঠাৎ করে তারপর থেকে বাড়িটি বেঁকে গিয়েছে। এনিয়ে বারবার প্রোমোটারকে বলা হলেও কোনও সুরাহা হয়নি বলেই দাবি করেছেন স্থানীয়রা।

প্রায় এক সপ্তাহ আগে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনার প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। বৃহস্পতিবার বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরপর দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে, ৩ নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়ার বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকরা।