আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২০ জানুয়ারি: বেশ কয়েকদিন হল বিহার রাজ্যে মদের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। তবে চোরাপথে মদের আমদানির অন্ত নেই। যার ফলে বিহারের চম্পারণ জেলায় ওই বিষ মদ খেয়ে সাতজনে মৃত্যু হয়। নিতিশের প্রশাসন এই রবিবার সব ধরনের তথ্য প্রকাশ্যে এনেছে। তবে এই মৃত্যুর পেছনে অন্যরকম রহস্য আছে এমনটাই জানা গেছে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ থেকে।
পুলিশ জানিয়েছে, বিষ মদে প্রথম মৃত্যুর ঘটনা আজ থেকে প্রায় চার দিন আগে রবিবার ওই ঘটনা প্রকাশ্যে আসে। তবে যে সাত জনের মৃত্যু হয়েছে তাঁদের সকলের অন্ত্যেষ্টিক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। লোরিয়া থানার এলাকায় ওই সাত জন মৃতের বাড়ি। এলাকাবাসীদের দাবি, ওই বিষ মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। যদিও পুলিশ সুপার শৌর্য সুমন বলেন, ৫ জনের মৃত্যু বিষ মদের কারণে হয়ে থাকলেও, বাকি দুজনের মৃত্যুর সম্ভবত বিষমদের জেরে হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যকে নেশামুক্ত করে তোলাই নাকি ছিল উদ্দেশ্য। যদিও অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞার ফলে মদের একটি বিরাট ‘কালোবাজার’ তৈরি হয়েছে রাজ্যটিতে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সতর্কতা জলাঞ্জলি দিয়ে বিপুল মাত্রায় তৈরি হচ্ছে চোলাই মদ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘দেশি’। আর এই মদের জেরেই প্রতি বছর বিহারে অসংখ্য মানুষের মৃত্যু হয়। এহেন চোলাই মদ বন্ধ করতে বিহার সরকার নানা পদক্ষেপের বার্তা দিলেও বাস্তবে তা যে খুব বিশেষ সাফল্য পায়নি, একের পর এক মৃত্যুর ঘটনা সেটাই প্রমাণ করে।