আজ এখন নিউজ ডেস্ক, 11 ডিসেম্বর: সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার 30 টি মহিষ এবং 6 টি গরু সহ তিনজনকে গ্রেফতার করেন ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। মহিষ ও গরু নিয়ে যাওয়ার বৈধ কোনো কাগজ ছিল না তাদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি গাড়ি আগে থেকেই ইন্দিরা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি কন্টেইনার গাড়িতে করে বিহার থেকে ৩০টি মহিষ নিয়ে আসামের দিকে যাচ্ছিল। প্রথমদিকে, পুলিশ ইন্দিরা মোড়ে গাড়িটিকে আটক করার চেষ্টা করলে মহিষ বোঝাই কন্টেইনার সেই গাড়িটি পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িটিকে ধাওয়া করে প্রায় দশ কিলোমিটার দূরে হুসলুডাঙ্গা টোলগেট সংলগ্ন এলাকায় পাকড়াও করে গাড়িটিকে। পুলিশ মহিষ নিয়ে যাওয়ার কাগজ চাইলে তারা তা দেখাতে পারেনি।
ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় গাড়িতে থাকা মহিষগুলিকেও। ধৃত তিনজন হলেন হাবিবুল রহমান, রহমত হোসেন এবং মহম্মদ রফিক। মঙ্গলবার ধৃত তিনজনকে আদালতে পাঠায় পুলিশ। অপরদিকে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর নাগাদ উল্লাডাবরী এলাকায় একটি পিকআপ গাড়ি সহ ছয়টি গরু আটক করেন পুলিশ। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে দুটি অভিযান করা হয়। এই অভিযানে 30 টি মহিষ এবং 6 টি গরু আটক করা হয়। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে নেওয়ার আর্জি জানানো হয়েছে।”