তিন কন্যাশিশুর গভীর বোরওয়েলে মরণফাঁদ! উদ্ধার কাজ শুরু হয়েছে জোরকদমে

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৪ ডিসেম্বর: রাজস্থানে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। তিন বছরের এক কন্যা শিশু তার বাড়ির সামনে খেলছিল। এবং তার বাড়ির পাশে ছিল একটি ৭০০ ফুটের পাতকুয়া।হঠাৎ করে মেয়েটি পড়ে যায় ওই কুয়াতে। রাজস্থানের কোটপুতলি এলাকায় এই ঘটনাকে ঘিরে যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। ওইখানকার প্রশাসন এই খবর শুনে সত্তর ঘটনাস্থলে পৌঁছান।এবং উদ্ধার কাজও শুরু করে।পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ওই জায়গাটা ভালো করে খতিয়ে দেখে।

এলাকাবাসীরা জানিয়েছে, ঐ কুয়োর একদিন পর থেকেই কাজ শুরু হওয়ার কথা ছিল। যার জন্য পাই গুলোকে খোলা অবস্থায় রাখা ছিল। তবে কাজ শুরু হওয়ার আগে এমন একটি দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনা করতে পারেনি। সোমবার ওখানে খেলছিল তিন বছরের শিশু চেতনা। এরপর কোনওভাবে গর্তের ভিতর পড়ে যায় সে। নিচে পড়ে প্রথমে ১৫ ফুট গভীরে আটকে যায় সে। পরে সেখান থেকে আরও নিচে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে গর্তের পাশে বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ভিতরে ক্যামেরা পাঠানো হয়েছে। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন।

উল্লেখ্য, চলতি মাসেই রাজস্থানের দৌসা এলাকায় একই ঘটনা ঘটেছিল। খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় আরিয়ান নামে ৫ বছরের এক শিশু। প্রায় ৫৫ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানো হলেও কোনও চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির।