তিন দিনের সৈকত সফরে মমতা! খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৯ ডিসেম্বর: পুরী জগন্নাথ মন্দিরের আদলে নতুন করে তৈরি করা হচ্ছে দিঘাতেও জগন্নাথের মন্দির। সেই মন্দিরের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে তার নিজ চোখে খতিয়ে দেখতে দীঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সৈকত সফরে তিন দিনের জন্য যাচ্ছেন। বুধবার তিনি পৌঁছে গেলে মন্দিরে কাছে যাবেন। তারপরের দিন গোটা মন্দির ঘুরে দেখবেন। কাজ ঠিক কতটা এগালো তা সামনাসামনি খতিয়ে দেখার কথা তাঁর।বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা।

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ওল্ড দিঘাতেও জগন্নাথের মন্দির তৈরি করা হবে, এই পরিকল্পনা কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে জানিয়েছিলেন। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। আর পরিকল্পনা মাফিকই কাজ শুরু করা হয়। বনদপ্তরের সঙ্গে জমি নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণে পরবর্তীকালে মন্দির কাজ বন্ধ হয়ে যায়। যার জেরে মন্দির তৈরি করার ফান ওল্ড দিঘা থেকে নিউ দীঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে করা হয়। রাজ্য সরকার সেখানে প্রায় ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে।

গত বছর জানা গিয়েছিল, ২০২৪ সালের এপ্রিলেউদ্বোধন হতে পারে মন্দির। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও মন্দিরের উদ্বোধন হয়নি। গত সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেখামাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। জবাবে বিধায়ক জানান, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। জানা গিয়েছে, সেই সময়ই মুখ্যমন্ত্রী অখিল গিরিকে জানান, তিন নিজে অতি শীঘ্রই দিঘা যাবেন মন্দিরের কাজ দেখতে। তবে দিনক্ষণ জানাননি তিনি। পরে অবশ্য জানা যায়, ১৫ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী।