পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তে ফের বাঘের আতঙ্ক, জঙ্গলে মিলল পায়ের ছাপ

আজ এখন নিউজ ডেস্ক, 5 জানুয়ারি: নতুন বছরের শুরুতেই সিমলিপালের বাঘিনি জিনাত তাঁর পুরোনো আস্তানায় ফিরে গেলেও, বন্যপ্রাণীর আতঙ্ক থেকে মুক্তি মেলেনি। এবার ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায় বাঘের উপস্থিতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। এলাকার তুলগ্রাম বালিডিহির জঙ্গলে সম্প্রতি একটি নিখোঁজ বাছুরের মৃতদেহ উদ্ধার হয়। বাছুরটির গলায় গভীর ক্ষত ও শরীরে আঁচড়ের দাগ দেখে স্থানীয়রা অনুমান করছেন, এলাকায় বাঘের আনাগোনা শুরু হয়েছে।

জঙ্গলে পাওয়া পায়ের ছাপ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। তবে এখনও পর্যন্ত কেউ সরাসরি প্রাণীটিকে দেখেননি। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঝাড়খণ্ড বন দফতর সেখানে ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা নিশ্চিত হতে চাইছে, এটি সত্যিই বাঘ কিনা, নাকি চিতাবাঘ।
পুরুলিয়ার সীমান্ত থেকে মাত্র ৩০-৪০ কিলোমিটার দূরত্বে ঘটনার জায়গা হওয়ায়, ঝাড়খণ্ডের পাশাপাশি পুরুলিয়ার বন দফতরও সতর্ক। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন, “ঝাড়খণ্ড থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য আসেনি। তবে আমরা সীমানা এলাকায় নজরদারি চালাচ্ছি। আমাদের বনকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।”

এর আগেও, ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনি জ়িনতের দাপটে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার মানুষ আতঙ্কিত হয়েছিলেন। একাধিক জায়গায় ঘোরার পর তাঁকে বাঁকুড়ায় খাঁচাবন্দি করা হয়েছিল। পর্যবেক্ষণের জন্য আলিপুরের পশু হাসপাতালে রেখে পরবর্তীতে সিমলিপালের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।
এবার ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায় বাঘের উপস্থিতির খবরে ফের আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী পুরুলিয়ার বাঘমুন্ডি এবং বলরামপুর ব্লকেও। বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার জন্য এলাকাজুড়ে কড়া নজর রাখছে দুই রাজ্যের বন দফতর।