তিরুপতির মন্দিরের প্রসাদে পশুর চর্বি! ওই মামলায় গ্রেফতার ৪

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১০ ফেব্রুয়ারি: এদিন তিরুপতির মন্দিরে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। মন্দিরে লাড্ডু প্রসাদের মধ্যে পাওয়া গেছে পশুর চর্বি। সিবিআই এখন ওই মামলার তদন্ত করে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। তারা ভুয়ো তথ্য দিয়ে ট্রেডার হাসিল করেছিল অভিযুক্তরা এমনটাই অভিযোগ। তাদের কথা অনুযায়ী মন্দিরে যে ঘি ব্যবহার করা হতো তাতে তারা পশুর চর্বি মেশাতো। সোমবার অভিযুক্তদের আদালতে পেশ করা হলে চার জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে লাড্ডু প্রসাদীতে মাছের তেল ও পশুর চর্বি ব্যবহার করা হতো। বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ তোলেন যে ,পূর্ববর্তী জগনমোহন রেড্ডির সরকার থাকাকালীন এমন ঘটনা আগেও ঘটেছে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন সনাতনীরা। সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করা হয়েছিল ধর্মীয় বিশ্বাসে আঘাত আনার জন্য। গত বছরের অক্টোবর মাসে লাড্ডু মামলায় নিরপেক্ষ কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই কমিটি পাঁচজন সদস্যকে নিয়ে গঠিত হয়। সেখানে ছিলেন দুই সিবিআই আধিকারিক, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুই আধিকারিক এবং FSSAI-এর একজন শীর্ষ কর্তা। ৪ মাস পর এই মামলায় প্রথম গ্রেপ্তারির ঘটনা ঘটল।

তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডুর বিরাট চাহিদা মেটাতে প্রতিদিন ১৫ হাজার কিলো ঘি প্রয়োজন পড়ে। সেখানে তামিলনাড়ুর এআই ফুডস ৩২০ টাকা কিলো দরে ঘি সাপ্লাই করার টেন্ডার হাসিল করে। গত বছরের ৮ জুলাই ৮টি ট্যাঙ্কারে করে আসা ঘি-এর মধ্যে চারটি তদন্তের জন্য পাঠানো হয়। ১৭ জুলাই সেই তদন্তের বিস্তারিত রিপোর্ট প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয় ঘিতে রয়েছে মাছ ও পশুর চর্বি।