আজ এখন নিউজ ডেস্ক, 3 জানুয়ারি: মুর্শিদাবাদের বহরমপুর স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো ইনামুল মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির। তাঁকে বাঁচাতে ঝাঁপ দেওয়া তাঁর বোন গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ইনামুল মণ্ডল মুর্শিদাবাদের হরিহরপাড়ার গোবরগাড়া গ্রামের বাসিন্দা। পেশায় পরিযায়ী শ্রমিক ইনামুল সম্প্রতি উত্তরাখণ্ডে কাজ শেষে বাড়ি ফিরেছিলেন। তাঁর দুই বোনও উত্তরাখণ্ড থেকে এসেছিলেন। বুধবার রাতে বোনদের উত্তরাখণ্ডগামী ট্রেনে তুলে দিতে খাগড়াঘাট স্টেশনে এসেছিলেন ইনামুল।
বোনদের হাওড়াগামী ট্রেনে তুলতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ফেলে আসার কথা মনে পড়ায় চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ইনামুল। সেই সময় ভারসাম্য হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দাদাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার বোনও চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইনামুলের মৃত্যুর খবর তাঁদের জীবনে গভীর শোকের ছায়া এনেছে। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে এবং সদ্য জন্ম নেওয়া এক নাতি রেখে গেলেন তিনি। গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি করতেন ইনামুল, অন্য সময়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। ইনামুলের আত্মীয় মাইনুল ইসলাম জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ইনামুলের আকস্মিক মৃত্যুতে তাঁর স্ত্রী ও সন্তানরা চরম বিপদের মুখে পড়েছেন। এই দুর্ঘটনা পুরো এলাকাকে শোকস্তব্ধ করে তুলেছে।