মৌনী অমাবস্যার মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনা: শোকের ছায়ায় ঢেকেছে গ্রাম

আজ এখন নিউজ ডেস্ক, 29 জানুয়ারি: মৌনী অমাবস্যার অমৃতস্নান উপলক্ষে, প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটে যাওয়া পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে বালিয়া ও মৌ জেলার অন্তত চার জনের। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসীরা। নিহতদের মধ্যে রয়েছেন বালিয়া জেলার নাগারা নগর পঞ্চায়েতের মীরা দেবী (৫৫) এবং রিঙ্কি সিং (৪০)। এছাড়াও এই তালিকায় রয়েছেন, ফেফনা থানার নাসিরাবাদ গ্রামের রীনা প্যাটেল (৩৬) ও তাঁর মেয়ে রোশনি প্যাটেল (৮) এবং মৌ জেলার ফতেপুর তাল নারজা গ্রামের প্রভাবতী রাজভার (৫২)।

মঙ্গলবার মধ্যরাতে নাগারা নগর পঞ্চায়েতের চাচায়ন থেকে দেড় ডজন পুণ্যার্থী মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে সঙ্গমের দিকে যাচ্ছিলেন। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মীরা দেবী ও রিঙ্কি সিং মারা যান। রাত ২টার দিকে রিঙ্কির স্বামী ছাতু সিং স্থানীয় কাউন্সিলর লাল বাহাদুর সিংকে বিষয়টি জানান। মৃত্যুর খবর গ্রামে পৌঁছানো মাত্রই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত দুই নারী প্রতিবেশী ছিলেন এবং একসঙ্গে স্নানে গিয়েছিলেন।

রীনা প্যাটেল (৩৬) ও তাঁর আট বছর বয়সী মেয়ে রোশনি প্যাটেল মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা গেছেন। রীনার স্বামী দীনেশ প্যাটেল জানান, তাঁরা পরিবারের সঙ্গে অমৃতস্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে প্রয়াগরাজের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে রাত ১টার দিকে সঙ্গমের পথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভিড়ের চাপে স্ত্রী ও মেয়েকে হারান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দীনেশ প্যাটেল নিরাপদে থাকলেও এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মৌ জেলার ফতেপুর তাল নারজা গ্রামের প্রভাবতী রাজভার (৫২) মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা যান। তিনি গ্রামের কয়েকজনের সঙ্গে অমৃতস্নানের জন্য ব্যক্তিগত গাড়িতে মহাকুম্ভে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাগুলির খবর পেয়ে নিহতদের পরিবারগুলিতে কান্নার রোল উঠেছে। প্রতিবেশীরা শোকস্তব্ধ পরিবারগুলিকে সান্ত্বনা দিচ্ছেন। ভোর রাতেই পরিবারের সদস্যরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃতদেহগুলি ফিরিয়ে আনার জন্য। গভীর রাতে লাশ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। প্রয়াগরাজে এত বিপুল জনসমাগমের পরেও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা এবং এর ফলে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ বিরাজ করছে এলাকাজুড়ে।

05:52