উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিনেই ট্রেন বিভক্তি! শিয়ালদহ শাখায় ব্যাহত চলাচল

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,৩ মার্চ: আজ সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই মাঝেরহাট সিগনালে বিভ্রাট। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল মাঝেরহাটে সিগন্যাল বিভ্রাট। আলিপুর, বজবজ, মাঝেরহাট, টালিগঞ্জের মতন একের পর এক স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়েছিল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ঘটল এমন বিপদ। তার উপর আজ আবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিন। ফলে পরীক্ষার্থীরা সময় মতন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে চিন্তিত পড়ুয়া ও অভিভাবকরা।

রেল দপ্তর থেকে জানানো হয়েছে, কয় ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আগের মতন স্বাভাবিক হবে। তার মধ্য দিয়েই পরীক্ষার্থীরা বিকল্প পথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন অনেকেই। শেষ খবর অনুযায়ী, ট্রেন চলাচল আধঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। তবে ট্রেন অতি ধীরগতিতে চলতে থাকে। এসব কারণে যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হয়।

উল্লেখ্য, সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। চলতি বছর ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিচ্ছে।যদিও তা গত বছরের তুলনায় কিছুটা কম। আবার এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে SFI। তার ফলে যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজর পুলিশের। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।