রেশন ডিলারশিপ লোভে পড়ে স্ত্রীকে ডিভোর্সি সাজালেন তৃণমূল নেতার! যোগ মানতে নারাজ তৃণমূল যুব নেতা

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৮ ডিসেম্বর: নদীয়ার শান্তিপুরে তৃণমূল নেতার কুকীর্তি দেখে হতবাক সবাই। শুধুমাত্র রেশনের ডিলারশিপ হাতানোর ঝোঁকে স্ত্রীকে ডিভোর্সি সাজালেন তিনি। ওই তৃণমূল যুব নেতা যদিও এই অভিযোগ মানতে নারাজ।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা নদীয়ার মেথিরডাঙ্গা এলাকার বাসিন্দা। শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি। তাঁর নাম যুবর সভাপতি রূপম মান্না। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এসেছে। এবং তিনি নাকি তাদের মিথ্যে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এইদিকে তারা একে অপরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।এইদিকে রুপমের স্ত্রী ডিলারশিপ পাওয়ার নেশায় ডিভোর্সে সেজে আবেদন করছেন।

অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার। বলছেন, “শুধু রেশন নয়, বিগত দিনে রাস্তার গাছ এবং শান্তিপুর কালনা ব্রিজের টাকাও আত্মসাৎ করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। যদি ওই পঞ্চায়েত সদস্য রেশন ডিলারশিপ পায় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, “এ বিষয়ে তারা কিছু জানেন না। কে কীভাবে রেশন ডিলারশিপ পাচ্ছে সেটা তাদের জানা নেই। যদি ঘটনা সত্যি হয় তাহলে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে।” অপরদিকে নিজের উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূলের যুব সভাপতি রুপম মান্না।