আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৫ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একবার সাবিত্রী মিত্র হামলার মুখে পড়েছিলেন। আবারও তার গাড়ি চালকের ওপর কিছু দুস্কৃতি এদিন হামলা চালায়। অভিযোগ এসেছে, তার গাড়ির চালককে এলো বাধারীভাবে কোপানো হয়। আর গতকাল রাতে এই ঘটনাটি ঘটায় নারায়নপুর বিএসএফ ক্যাম্প এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা এই কাজটি করল? সেই বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, তিনি মালদহের মানিকচকের বিধায়ক। অনুপ সাহা নামে একজন তার গাড়ি চালাতো। গতকাল রাতে যুবক তার পুরো পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। আর বাড়ি ফেরার সময় পরিবারের সদস্যরা এগিয়ে যান। তাদের পিছন পিছন অনুপ ফিরছিলেন। তিনি লক্ষ্য করেন হঠাৎ করে, পুরাতন মালদহ ব্লক গেটের সামনে কয়েকজন ছেলে মুখ বেঁধে ঘুরছে। তার সন্দেহ হয় তাদের ছবি তুললে নেন অনুপ। সেই মুহূর্তেই ওই যুবকের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। আর তাকে এলো পাথরিভাবে কোপাতে শুরু করে। অনুপ আর্তনাদ করলে পরিবারের সদস্যরা ছুটে যান। মুহূর্তের মধ্যে দুষ্কৃতীরা চম্পট দেয়। ওই রক্তাক্ত অবস্থায় রাতের বেলায় যুবককে মৌলপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বাড়িতে চিকিৎসা চলছে তাঁর।
ঘটনার খবর পেয়ে সকালে ছুটে যায় মালদহ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুরু করা হয়েছে তদন্ত। এ বিষয়ে এখনও বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আহতের দাবি, পুরনো আক্রোশের জেরেই সম্ভবত এই ঘটনা। দ্রুতই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।