আবারও সীমান্ত পেরিয়ে আগমন দুই বাংলাদেশির! ধৃত ২ অনুপ্রবেশকারী

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৮ ফেব্রুয়ারি: দুজন বাংলাদেশি চোরাপথে সীমান্ত বেরিয়ে ভারতে আসে। এবং তারা অনেক দিন ধরে দিল্লিতে গিয়ে কাজ করছিল। ওই দুই অনুপ্রবেশকারী যখন বাংলাদেশ ফিরছিল তখনই তাদের গ্রেফতার করা হয়। এদিন ভোররাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বরূপনগর থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের নাম মিলন হোসেন ও জোৎস্না আক্তার। ওই দুই জন অনুপ্রবেশকারী কোন সঠিক প্রমাণ ছাড়াই এদেশে সীমান্ত পেরিয়ে ঢুকেছিল। তারপর তারা দিল্লিতে কাজে সূত্রে চলে যায়। এবং কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ফেরার পথে শনিবার ভোররাতে ওই দুইজন বসিরহাটের স্বরূপনগরের ভারত-বাংলাদেশ তারালি সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন বিএসএফরা তাদের আটক করে।

সেসময় বিএসএফ জওয়ানরা তাঁদের আটকান। তাঁদের পরিচয় জানতে চান। ভারতের বৈধ কাগজপত্রও দেখতে চান জওয়ানরা। কিন্তু কোনও কাগজপত্রই দুজনে দেখাতে পারেননি। চাপ দিলে সত্য কথা বেরিতে আসে। জানা যায়, তাঁরা দুজনেই বাংলাদেশের বাসিন্দা। এরপরই দুজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দালালদের মাধ্যমে তাঁরা এদেশে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। দিল্লিতে কোথায় কাজকর্ম করত তাঁরা? দুজনে কি আদৌ সত্যি বলছে? সেসব কিছু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

অশান্ত বাংলাদেশের আবহে রাজ্যের সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে বিএসএফ জওয়ানদের। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছেন অনুপ্রবেশকারীরা। দিন কয়েক আগে বনগাঁর একাধিক জায়গায় হানা দিয়েও অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে।