দিল্লির হোটেলে ব্রিটিশ তরুণীকে ধর্ষণ করার অভিযোগ, গ্রেপ্তার দুই যুবক

আজ এখন নিউজ ডেস্ক, 13 মার্চ: সাউথ-ওয়েস্ট দিল্লির মহিপালপুরের এক হোটেলে ব্রিটেন থেকে আসা এক তরুণী যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ তরুণীর সঙ্গে অভিযুক্ত এক যুবকের আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখার পর, অভিযুক্ত যুবকের সঙ্গে সরাসরি দেখা করতেই ব্রিটেন থেকে দিল্লি আসেন ওই তরুণী। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মহিপালপুরের একটি হোটেলে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার ওই হোটেলেই অভিযুক্ত যুবক তরুণীর সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ উঠেছে, সে সময় তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর কোনো রকমে নিজেকে রক্ষা করে হোটেল রুম থেকে বেরিয়ে রিসেপশনে পৌঁছানোর চেষ্টা করেন ওই তরুণী। সেই সময় লিফ্টে অন্য এক যুবক তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

ওই তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় ব্রিটিশ হাই কমিশনকে জানানো হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

15:33