আপ কংগ্রেসকে কটাক্ষ অভিষেকের! ভোট দিলেই লাড্ডু আর না দিলে বঞ্চনা

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৩ ফেব্রুয়ারি: রাজ্যের কোন কথা বা কেন্দ্রের কোন প্রতিশ্রুতি দিলে সেই কথা রাখে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য বাজেটের পর কেন্দ্রের বাজেটের সঙ্গে তুলনা করেছিলেন। তবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সুরে বাজেট নিয়ে কেন্দ্রের একের পর এক তোপ দাগলেন। এদিন সকালে সাতগাছিয়া ‘সেবাশ্রয়’ শিবির থেকে সাংবাদিকদের সামনাসামনি হলে ওই বিষয়ে একাধিক প্রতিক্রিয়া দেন। ছাব্বিশের নির্বাচনে মমতার কথামতো ‘একলা চলো’ নীতি থেকে দিল্লির ভোটে ‘ভূতুড়ে ভোটার’ তত্ত্ব, কেন্দ্রীয় বাজেটে বাংলাকে ‘বঞ্চনা’ – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যে কড়া সমালোচনার আভাস।

মমতা সরকারের তৃতীয় শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ ছিল বুধবার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে সাধারণ মানুষের বাজেট বলে দাবি করলেন। সেইসঙ্গে ফের কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন। তাঁর অভিযোগ, ভোটমুখী বিহারকে ঢেলে দেওয়া হয়েছে কিন্তু বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য। এনিয়ে অভিষেকের কটাক্ষ, ”ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা।”