‘পথের কাঁটা’ সরাতে প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের ষড়যন্ত্র ৷ বিয়ের ১৫ দিনের মাথায় ‘ভাড়াটে খুনি’ দিয়ে স্বামীকে খুন করায় প্রগতি ৷ এই কাজের জন্য বিয়েতে উপহার হিসেবে পাওয়া গয়না বেচে ২ লক্ষ টাকা ‘সুপারি কিলার’ ভাড়া করতে প্রেমিকের হাতে তুলে দেয় প্রগতি যাদব ৷ স্বামী কোথায় রয়েছে, সেই অবস্থানও ভাড়াটে খুনিদের নিয়মিত দিত তরুণী ৷ সুযোগ বুঝে দিলীপ যাদবকে মাথায় গুলি করে হত্যা করে ভাড়াটে খুনিরা ৷ অউরাইয়া খুন-কাণ্ডে অভিযুক্ত তরুণী প্রগতি যাদবকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রেমিক অনুরাগ যাদব ওরফে বাবলু এবং সুপারি কিলার রামজি নাগরকেও পাকড়াও করা হয়েছে ৷ অউরাইয়া’র এসপি অভিজিৎ আর শঙ্কর বলেন, “এই খুনের সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷ ষড়যন্ত্রে অন্যদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে ৷ ধৃতদের কাছ থেকে ৩১৫ বোরের দু’টি পিস্তল, চারটি কার্তুজ ছাড়াও অপরাধে ব্যবহৃত বাইকটি উদ্ধার করা হয়েছে।” ময়নপুরীর ভোগাঁও থানা এলাকার নাগলা দীপা গ্রামের বাসিন্দা দিলীপ যাদব ৷ ৫ মার্চ তাঁর বিয়ে হয় অউরাইয়ার ফাফুন্ড এলাকার সিহাপুর গ্রামের বাসিন্দা প্রগতি যাদবের সঙ্গে । দিলীপ অউরাইয়ার দিবিয়াপুর এলাকায় থাকতেন । এসএস যাদব ক্রেন সার্ভিস নামে তাঁর একটি দোকান ছিল ৷ তিনি কনৌজে হাইড্রা ক্রেনের কাজ করতেন ৷ ১৯ মার্চ তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় সাহার থানা এলাকার একটি হোটেলে ছিলেন ৷ এসময় কয়েকজন বাইক আরোহী যুবক সেখানে পৌঁছয় । হাইড্রার সাহায্যে খাদে পড়ে যাওয়া গাড়ি উদ্ধার করার অজুহাতে তারা দিলীপকে বাইকে করে নির্জন জায়াগায় নিয়ে যায় ৷
উত্তরপ্রদেশে বিয়ের ১৫ দিনের মাথায় গয়না বেচে ‘সুপারি কিলার’ দিয়ে স্বামীকে খুন, নেপথ্যে পুরোনো প্রেম!
