আজ এখন নিউজ ডেস্ক, 17 জানুয়ারি: দুবরাজপুর থেকে হেতমপুর যাওয়ার পথে রাজবাড়ীর কাছে পুলিশি অভিযানে আটক হলো একটি অবৈধ কয়লা বোঝাই ভ্যান। পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানে প্রায় ১০ কুইন্টাল কয়লা ছিল। পাচারের আগেই ভ্যানটিকে ধাওয়া করে আটক করে দুবরাজপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভ্যানটি খয়রাশোল থেকে ছানুচ গ্রামের দিকে যাচ্ছিল। অভিযানের সময় চালক শেখ নজরুলকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। অবৈধ কয়লা পাচারের ঘটনা আবারও চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।
এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়লা পাচারের সাথে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে। এলাকার কয়লা পাচার রোধে বিশেষ নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।