এপ্রিলেই লঞ্চ হতে চলেছে ভিভো-এর টি সিরিজের নতুন স্মার্টফোন Vivo T4 5G অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের সংমিশ্রণে আসতে চলেছে এই স্মার্টফোন, যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হবে। স্টোরেজ ক্যাপাসিটিও আগের চেয়ে বেশি থাকবে। দামও সাধ্যের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন স্মার্টফোনের দাম থাকতে পারে ২৫ হাজার টাকার মধ্যে। লঞ্চের সময় যত এগিয়ে আসছে, Vivo T4 5G নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক। টিপস্টার যোগেশ ব্রার 91Mobiles-এর একটি প্রতিবেদনে Vivo T4 5G-এর লঞ্চ সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করেছেন। ভারতে কবে লঞ্চ হতে পারে, তাও উল্লেখ করা হয়েছে। আপাতত জানা যাচ্ছে, Vivo T4 5G এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। জানা গেছে, স্মার্টফোনের দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। 8GB ও 12GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ আগের মডেলের মতোই।
