বৃন্দাবনে চালু হচ্ছে নতুন নিয়ম! ভদ্র পোশাক ছাড়া মন্দির পরিদর্শন নিষিদ্ধ

আজ এখন নিউজ ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২২ ডিসেম্বর: আজকের দিনে দাড়িয়ে ছোট পোশাক পরা একটা সাধারণ ব্যাপার। তবে নির্ভর করছে কোথায় সেটা আপনি পরিধান করবেন। রাতের পোশাক, ছেঁড়া জিন্স,মিনি স্কার্ট এগুলো পড়ে মন্দিরে আসাটা ভক্তদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এমন পোশাক নির্বাচনে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে। তার জেরে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির কর্তৃপক্ষ ক্ষুব্ধ। এখন থেকে মন্দিরে ভদ্র পোশাক পড়ে আসা নির্দেশ দেওয়া হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ থেকে জানিয়েছে, “মিনি স্কার্ট, ছেঁড়া জিন্‌স, হাফ প্যান্ট বা রাতপোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এতে মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আপনারা ভদ্র পোশাক পরে আসুন। এটা আমাদের অনুরোধ।”ভক্তদের কখনোই মন্দিরের ঐতিহ্য এবং মর্যাদাকে অসম্মান করতে পারেন না বরং তাদের সম্মান করা উচিত। সব জায়গায় কিছু না কিছু নিয়ম আছে সেগুলোকে মেনে চলা উচিত।

আসলে ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল নামে। ভিনরাজ্য থেকে তো বটেই ভিনদেশ থেকেও বহু ভক্ত সমাগম হয় মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষ বলছে, ইদানিং দেখা যাচ্ছে ভক্তরা যে কোনও পোশাক পরে মন্দিরে চলে আসছেন। রাত পোশাক, ছেঁড়া জিনস, মিনি স্কার্ট সবই পরে আসছেন ভক্তরা। বিশেষ করে ভিনরাজ্যের দর্শণার্থীদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে। সেকারণেই পোশাক বিধি। বৃন্দাবনের রাস্তায় এ নিয়ে হোর্ডিংও দেওয়া হয়েছে।

বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দেশের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির একটি। এই মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপ পূজিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে যান। তবে এবার বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার আগে পোশাক বিধি মানতে হবে ভক্তদের।