বুধে বদলাবে আবহাওয়া! পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা

আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,১৫ মার্চ: ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ মার্চ মাস পড়তে না পড়তে গরমের দাপট চরমে। এই ভরা বসন্তে মানুষ ঘামে ভিজছে। আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, এমনটাই জানান আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতেও চলবে। এবং বাকি জেলাগুলিতে গরমের এই অস্থিরতা আবহাওয়া থাকবে। বুধবার থেকে আবহাওয়া বদলাবে বলে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে দাবি, আজ তাপপ্রবাহের পরিস্থিতি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় রয়েছে। রবিবারেও দক্ষিণবঙ্গে এমনই তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, বীরভূম,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। প্রত্যেকটি জেলায় ৫ ডিগ্রি থেকে তারও বেশি করে গরম থাকবে। সোমবারও তার অন্যথা হবে না। এদিকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে।

অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় এই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরেও তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।