ঘূর্ণিঝড় ‘দানা’ ওড়িশার উপকূলে আঘাত হানার পর বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দেশের কিছু স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 26 অক্টোবর: ঘূর্ণিঝড় ‘দানা’ ওড়িশার উপকূলে আঘাত হানার পর বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দেশের কিছু স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, তাপমাত্রা কমার কারণে উত্তর ভারতের এলাকায় আরও ঠান্ডা অনুভূত হতে পারে। অপরদিকে, রাজধানী দিল্লির দিকে শনিবার সকালে বাতাসের মানের সামান্য উন্নতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ আবহাওয়াও পরিষ্কার থাকবে।
দিল্লিতে গত দু’দিন ধরে প্রবল বাতাস বইলেও তাপমাত্রায় কোনও প্রভাব পড়েনি। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই হালকা শীত অনুভূত হতে শুরু করবে। পূর্ব ভারতে ঘূর্ণিঝড় দানার জেরে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় অবিরাম বৃষ্টি হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত ভারি বর্ষণ থাকবে, তারপর ধীরে ধীরে বৃষ্টি কমবে।
এদিকে ঝাড়খণ্ডে ঘূর্ণিঝড় দানার প্রভাবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আইএমডি কোলহান অঞ্চলের জন্য একটি “কমলা সতর্কতা” জারি করেছিল, যার কারণে এই জেলার স্কুলগুলিকে নিরাপত্তার জন্য 25 অক্টোবর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।