শোকে পরিণত হল বিয়ের আনন্দ, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন

আজ এখন নিউজ ডেস্ক, 10 ডিসেম্বর: সোমবার রাতে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে দেওঘর জেলার পালোজোরি-জামতারা প্রধান সড়কে। একটি দ্রুতগামী বাইক তিন মহিলাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই দুই নারী ও বাইক চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা।

সোমবার রাত ১০টার দিকে পালোজোরী-জামতারা প্রধান সড়কে এই যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহত ওই মহিলারা বিয়ের অনুষ্ঠানে নাচ-গান করতে করতে রাস্তা দিয়ে পোখারা যাচ্ছিলেন। এই সময় দ্রুতগতিতে আসা অ্যাপাচি বাইকটি সবাইকে ধাক্কা মারে। সংঘর্ষে তিন নারী সহ ওই বাইক আরোহীও গুরুতর আহত হয়েছেন।

মৃত তিনজনের মধ্যে দুজন মহিলা পালজোরি থানার দুবরাজপুর গ্রামের বাসিন্দা। 20 বছরের যুবক ওই বাইক আরোহীও মারা যান। নিহত যুবক আসানা গ্রামের বাসিন্দা। মৃত যুবকের নাম মুকেশ কোল, বাবা রঞ্জিত কোল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে চিকিৎসার জন্য পালজোরী সিএইচসিতে নিয়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল অফিসার ডাঃ নিত্যানন্দ চৌধুরী দুই নারী ও এক যুবককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত আরেক মহিলা সঞ্জু দেবীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।