আজ এখন নিউজ ডেস্ক, 30 ডিসেম্বর: টলিউডের নতুন উজ্জ্বল নক্ষত্র ইধিকা পাল। ছোটপর্দা থেকে বড়পর্দায় উত্তরণ, আর প্রথম ছবিতেই সুপারহিট! দেবের সঙ্গে তাঁর জুটি বেঁধে ‘খাদান’ ছবির ব্লকবাস্টার হওয়া যেন রূপকথার মতো। আর এই সাফল্যের পরই ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। ইধিকা এখন টলিউডের জনপ্রিয় মুখ। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কৌতূহল বেড়েই চলেছে। ইদানীং ইধিকার নাম জড়িয়ে গিয়েছে খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে। সূত্র বলছে, হিমাচলের ছিটকুলে তথাগতর সঙ্গে সময় কাটিয়েছেন ইধিকা। দু’জনের বেড়ানোর সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু। যদিও তাঁদের সঙ্গে বন্ধু-বান্ধবেরাও ছিলেন, তবে ছবিগুলিতে তাঁদের রসায়ন আলাদা করে নজর কেড়েছে।
ইধিকার এই নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও, অভিনেত্রী নিজে এ বিষয়ে একেবারেই মুখ খোলেননি। তথাগতও নীরব। তবে টলিপাড়ার একাংশ বলছে, শুধুমাত্র বন্ধুত্ব নয়, এ সম্পর্ক আরও গভীর। আবার কেউ কেউ বলছেন, এটি নিছকই গুজব। ইধিকা যদিও বরাবরই কাজকেই নিজের জীবনের প্রথম প্রাধান্য দিয়েছেন। দেবের সঙ্গে ‘খাদান’ হিট হওয়ার পর তিনি এখন ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে। কিন্তু ব্যক্তিগত জীবন আর পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য রাখা কি এত সহজ?
ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে ইধিকা ও তথাগত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও, তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে মাঝেমধ্যেই। টলিউডে নতুন জুটির সম্ভাবনা নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন ইধিকা কি বলবেন এই গুঞ্জনের বিষয়ে? নাকি এটি শুধুই বন্ধুত্ত্বের নির্ভেজাল গল্প? উত্তর সময়ই দেবে।