বঙ্গে আসছে জাঁকিয়ে শীত! সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া?

আজ এখন নিউজ ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৯ ডিসেম্বর: ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পড়ে যাওয়ার পরে শীতের আমেজটা বেশ ভালোভাবে উপভোগ করছে বঙ্গবাসী।বঙ্গবাঘন কুয়াশার দাপট, কমেছে দৃশ্যমানতা। হাওয়া অফিস জানিয়েছে, সারা সপ্তাহ জুড়ে এইরকম কুয়াশাচ্ছন্ন আবহাওয়ারই থাকবে। মাঝেমধ্যে তাপমাত্রা হেফজের না হলেও সপ্তাহের শেষে পারদ নামবে আরও বেশি। এবারে দার্জিলিঙে তুষারপাত হওয়ার মতন আবহাওয়ার তৈরি হয়েছে। কলকাতার এদিকে তাপমাত্রা প্রায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে উষ্ণতার পারদ ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আর পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকতে পারে।

আলিপুর হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বেশ কয়েকদিন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গ। প্রায় ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।সিকিমে তুষারপাতের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হতে পারে। তার প্রভাবে পড়ে সিকিম সংলগ্ন দার্জিলিংয়েও তুষারপাত হতে পারে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে। আর দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী। তার পর তিনদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

কলকাতায় সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। ফলে মহানগরীতে এই মুহূর্তে শীতের আমেজ কিছুটা ধাক্কা খেলেও বুধবার থেকে ফের পারদ পতন। সকালে আংশিক মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। তবে বেলার দিকে রোদ ঝলমলে আকাশ। সপ্তাহের শেষে ফের ঝোড়ো ব্যাটিং শীতের। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮২ শতাংশ। বৃষ্টি হয়নি।