আজ এখন,দেবপ্রিয়া কর্মকার,২১মার্চ: বিধান নগর স্টেশন নেমে এক দম্পতি রেল ব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই ট্রেন চলে আসে সামনে। কি করবে বুঝতে না পেরে, ব্রিজের মাঝখান থেকে ঝাঁপ দেয় স্ত্রী। ঘটনাচক্রে ট্রেনের নিচে চাপা পড়ে এবং তার স্বামীর চোখের সামনেই মৃত্যু হয় সুষমার। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট সর্ব ছড়িয়েছে এলাকায়। পুলিশের ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়েছে।
পুলিশ সূত্রে দাবি, ওই দম্পতি লেকটাউনের নেহেরু কলোনির বাসিন্দা ছিলেন। মৃতের নাম সুষমা প্রসাদ। আজ ভোর সাতটা নাগাদ স্বামীর সঙ্গে বিধান নগর ২ নম্বর প্লাটফর্ম দিয়ে যাচ্ছিলেন তিনি। এরপর ৫ নম্বর দক্ষিণদাঁড়ি রেলব্রিজ ধরে এগোচ্ছিলেন দম্পতি। সামনে আচমকা ট্রেন চলে আসায়, সুষমাদেবী হতচকিত হয়ে পড়েন। কি করবে বুঝতে পারছিলেন না। তখনই কিছু না ভেবেই প্রাণে ঝুঁকি নিয়ে রেলব্রিজের ফাঁক থেকে নিচে রাস্তায় ঝাঁপ দেন নিজের প্রাণ বাঁচাতে। তবে শেষ রক্ষার হলো না। ওই ফাঁকা থেকে আসার পথে আটকে যান, আর এদিকে ট্রেন চলে আসে। ফলে চাপা পড়েন সুষমা। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর মেডিক্যালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, সুষমাদেবীরা একা নন, প্রতিদিন বহুমানুষ দক্ষিণদাঁড়ি রেলব্রিজ ধরে পায়ে হেঁটে গন্তব্যে যান। সেখানে প্রতিমুহূর্তে প্রাণ হারানোর ভয়। তা সত্ত্বেও স্রেফ কিছুটা সময় বাঁচাতে ওই পথ ধরেন মানুষ। ইতিমধ্যেই এটা বন্ধ করতে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।