বেঙ্গালুরুর কেআর পুরম স্টেশন চত্বরে ভাইয়ের সামনেই দিদিকে গণধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত

 ফের গণধর্ষণের অভিযোগ বেঙ্গালুরুতে ৷ ভাইয়ের সামনেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ ৷ বুধবার বেঙ্গালুরুর কেআর পুরম স্টেশনে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক অতীতে এর আগেও একাধিকবার নারী নির্যাতনের ঘটনা ঘটেছে দেশের তথ্য-প্রযুক্তি হাবে ৷ স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ জানা গিয়েছে, দিদিকে সঙ্গে নিয়ে স্টেশন থেকে অন্যত্র যাচ্ছিলেন ভাই ৷ সে সময় তাঁদের পথ আটকায় কয়েকজন ৷ প্রতিবাদ করলে ভাইকে মারধর করতে শুরু করে ৷ এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওই তরুণী গত এক মাস ধরে কেরলের এর্নাকুলামের একটি জায়গায় কাজ করছিলেন। কিন্তু কাজটি তাঁর পছন্দ হচ্ছিল না বলে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশে জানতে পেরেছে, এর্নাকুলাম থেকে নিজের শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন ওই তরুণী ৷ তাঁর ভাইকে ফোন করে বিষয়টিও জানান। নির্যাতিতাকে বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনে নেমে যেতে বলেছিলেন তাঁর ভাই। সেখান থেকে তাঁদের অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ৷ সেই অনুযায়ী, গত ২ এপ্রিল রাত একটা নাগাদ তরুণী বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনে নেমে পড়েন। বোনকে আনতে ভাই স্টেশনেই ছিলেন ৷ এদিকে, ঘটনার পর তরুণীর চিৎকার শুনে এলাকার লোকজন দুই ব্যক্তিকে ধরে ফেলে ৷ পরে ওই দু’জনকে তাদের পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ পাশাপাশি একটি গণধর্ষণের মামলাও দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।