ধানবাদে নারীর লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহে ঘনাচ্ছে রহস্য

আজ এখন নিউজ ডেস্ক, 3 জানুয়ারি: এক নারীর লাশ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেজায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধানবাদ জেলার ধানসার থানা এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। পুলিশ জানিয়েছে, নিহত নারীর শরীরে আঘাতের বহু চিহ্ন পাওয়া গেছে। তার পোশাক ছেঁড়া অবস্থায় ছিল এবং লাশের কাছাকাছি একটি ব্লেডও পাওয়া গেছে। ময়নাতদন্তে নারীর গোপনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে, যা ধারালো অস্ত্রের দ্বারা ঘটতে পারে বলে চিকিৎসকরা অনুমান করছেন। এছাড়া, তার শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতেরও চিহ্ন রয়েছে।

নিহতের ছেলে জানান, তার মা বুধবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান যে, একটি নারীর লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনি লাশটি নিজের মায়ের বলে শনাক্ত করেন। নিহত নারী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তাদের পরিবারের জন্য উপার্জন করতেন।

ধানসার থানার ইনচার্জ মনোজ পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোের্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে ধর্ষণের পর হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, মৃত নারী কীভাবে ঘটনাস্থলে পৌঁছলেন বা তাকে কারা সেখানে নিয়ে গেল, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, নিহতের পরিবার ও স্থানীয়দেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পাশাপাশি যোনির নমুনা এবং ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা হবে।