আজ এখন নিউজ ডেস্ক, 5 ফেব্রুয়ারি: সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লি গেলেও, ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক যাত্রায় পা বাড়ালেন হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পৌঁছে যান উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন এবং সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। গেরুয়া বসনে, কপালে কমলা টিপ পরে নৌকা চেপে পৌঁছে যান সঙ্গমের মাঝে, তারপর পবিত্র জলে স্নান করেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লেখেন, “আমরা ধন্য… সারা জীবনের জন্য এটা একটা অভিজ্ঞতা!”
তবে শুধু রচনা একা নন, তাঁর সঙ্গে আরও কয়েকজনকে দেখা গিয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কারা ছিলেন তাঁর সঙ্গে, যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। সংসদ অধিবেশনের ফাঁকে দিল্লিতে বাবা রামদেবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন রচনা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি বাবা রামদেবের পাশে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন। সেইসময় তাঁর পরনে ছিল কালো কুর্তি, প্যান্ট ও গলায় মাফলার।
এছাড়াও, সংসদ ভবনের বাইরে জুন মালিয়া, সায়নী ঘোষ সহ অন্যান্য মহিলা সাংসদদের সঙ্গেও ছবি তোলেন রচনা। জুন ও সায়নী যখন শাড়িতে সজ্জিত, তখন রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় চুড়িদারে। প্রসঙ্গত, এবারের মহাকুম্ভে টলিপাড়ার বহু তারকাই পুণ্যস্নান করতে গিয়েছেন। মৌনি আমাবস্যার দিনে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য পরিবারসহ পৌঁছেছিলেন প্রয়াগরাজে। একই দিনে প্রযোজক রানা সরকার, শ্রীকান্ত মোহতা সহ আরও অনেকে সঙ্গমে ডুব দিয়ে সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মহাকুম্ভের এই পবিত্র আয়োজন যেন টলিপাড়ার তারকাদেরও কাছে টানছে!